ত্রিশালে বাস চাপায় নিহত ৪

ত্রিশাল প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট নামক স্থানে বাস চাপায় চাপায় চারজন যাত্রী নিহত হয়েছে।

ত্রিশাল থানা, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চেলেরঘাট নামক স্থানে একটি যাত্রীবাহী বাস মেরামতের সময় অপর একটি বাস ওভার টেকিং করার সময় আগের যাত্রীবাহি বাস ওই যাত্রীবাস দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের যাত্রীদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন যাত্রী ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনজন নিহত হয়। এ ঘটনায় বাসের আরও ১০ জন যাত্রী আহত হয়। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি।

ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় জানতে চেষ্টা চলছে।

 

আইএনবি/বিভূঁইয়া