তৃতীয় দিনেও মানুষের ভোগান্তি চরমে

আইএনবি ডেস্ক:জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে তৃতীয় দিনের মতো দেশে  চলছে পরিবহন ধর্মঘট। বন্ধ রয়েছে বাস, মিনিবাস, ট্রাক ও কাভার্ডভ্যান। এর সঙ্গে যোগ হয়েছে লঞ্চও। এতে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। আজ রোববারও দেখা গেছে সাধারণ মানুষের দুর্ভোগ। পরিবহন মালিকরা বলছেন, হঠাৎ জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়লেও ভাড়া সমন্বয় করা হয়নি। তাই ভাড়া বাড়ানো না হলে যান চলবে না।

এখন চলছে শুধু ট্রেন ও সীমিত আকারে বিআরটিসির বাস। এতে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। গণপরিবহন না পেয়ে বিকল্প যানবাহনে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে বাধ্য হয়েছেন তারা। এজন্য গুণতে হয়েছে কয়েকগুণ বেশি ভাড়া।

সকালে অফিস-আদালত খোলা রয়েছে। রাজধানীর প্রতিটি বাস স্টপেজে দেখা গেছে গাড়ির জন্য অপেক্ষায় থাকা যাত্রীদের ভিড়। রোববার গাবতলী, মিরপুর ও মহাখালী বাস টার্মিনাল এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

পরিবহন ধর্মঘট অব্যাহত থাকলে মানুষের ভোগান্তির তীব্রতা আরও বাড়বে-এমন আশঙ্কা চাকরিজীবীদের। এদিকে বাস-লঞ্চ বন্ধ থাকার প্রভাব পড়েছে ট্রেনের ওপর।

 

আইএনবি/বিভূঁইয়া