ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের ভোটগ্রহণ ১৭ অক্টোবর

আইএনবি নিউজ: ঢাকা-৫ ও নওগাঁ-৬ শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই দুই সংসদীয় আসনে ১৭ অক্টোবর ভোটগ্রহণ হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব মো. আলমগীর এই তারিখ ঘোষণা করেন।

মো. আলমগীর জানান, দুটি আসনেই নিবার্চন ইভিএম এ স্বাস্থ্যবিধি মেনে ভোট নেয়া হবে। ভোট সকাল ৯ থেকে বিকাল ৫ পর্যন্ত চলবে।

মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর, বাছাই ২০ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর।

মো. আলমগীর বলেন, প্রচারণা স্বাস্থ্যবিধি মেনে করতে হব, এ বিষয়ে পরিপত্র জারি করা হবে। স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু হবে।

ইসির সিনিয়র সচিব বলেন, সেপ্টেম্বরের শেষে স্থগিত হওয়া স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেয়া হবে, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন যেখানে স্থগিত হয়েছিলো সেখান থেকেই কার্যক্রম শুরু হবে।

আইএনবি/বি.ভূঁইয়া