ঢাকার লালবাগ-সদরঘাটে ফানুস পড়ে অগ্নিকাণ্ড

আইএনবি ডেস্ক: পুরান ঢাকার লালবাগ ও সদরঘাট এলাকায় ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে উড়ানো ফানুস পড়ে আগুন লাগার ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে। শনিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সদরঘাটের হকার্স মার্কেটের ছাদে একটি ফানুস পড়ে আগুন ধরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়, তবে যাওয়ার আগেই আগুন নিভে যায়। একইভাবে লালবাগে লাগা আগুনও কিছুক্ষণের মধ্যে নিভে যায়।

তিনি জানান, মিরপুরে একটি ছোট আগুনের খবর পাওয়া গেলেও সেটি ফানুস থেকে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

গত বছর থার্টি ফার্স্ট নাইটে ওড়ানো ফানুস পড়ে রাজধানীর প্রায় ১০টি স্থানে অগ্নিকাণ্ড ঘটে। ওই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এজন্য এবার রাজধানীতে ফানুস উড়ানো ও আতশবাজির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ডিএমপি। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার সন্ধ্যা পর থেকে নগরবাসী ফানুস ও আতশবাজি দিয়ে উল্লাসে মেতে উঠে।

 

আইএনবি/বিভূঁইয়া