ঢাকার তেজগাঁও ৩০০ বেডের হাসপাতাল তৈরি করছে গণস্বাস্থ্যকেন্দ্র

আইএনবি বিশেষ প্রতিনিধি: রাজধানী ঢাকার তেজগাঁওয়ে গণস্বাস্থ্য নিজে এই হাসপাতাল নির্মাণে অর্থায়ন করছে জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। খ্যাতিমান এই চিকিৎসক আরও বলেন, আকিজ গ্রুপও কিছু টাকাপয়সা দিয়ে সহযোগিতা করছে। অন্যান্য ব্যবসায়ীদের কাছেও অর্থ সহযোগিতা নেবো।

চীনের উহানের লেইশেনশান হাসপাতালের মতো করে জরুরি ভিত্তিতে করোনা চিকিৎসার জন্য হাসপাতালটি নির্মিত হচ্ছে, এটি হবে খুবই উন্নতমানের।

হাসপাতাল নির্মাণ কাজ শুরু হয়ে গেছে, কোনোরকম বাধা না এলে এপ্রিলের মধ্যে হাসপাতাল নির্মাণ শেষ হবে।

প্রতিদিন ওই হাসপালে কয়েকশ লোকের টেস্ট করা যাবে।

২০টি আইসিইউ থাকবে, ৩০টি আইসোলেশন ইউনিট থাকবে। খুবই উচ্চমান সম্পন্ন ১৮৫/৮৬, তেজগাঁও বাণিজ্যিক এলাকায় হবে এই হাসপাতাল।

বাংলাদেশের স্বনামধন্য অন্যতম কর্পোরেট প্রতিষ্ঠান আকিজ গ্রুপের এমডি জনাব শেখ বশির উদ্দিনের উদ্যোগে এবং দুজন স্বনামধন্য চিকিত্সকের সহায়তায় রাজধানীর তেজগাঁওয়ে নির্মাণ হচ্ছে এই হাসপাতাল।

আইএনবি/বিভূঁইয়া