ডেলটা ধরনেই সংক্রমণ বাড়ছে : আইইডিসিআর

আইএনবি ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ দেশে আবার বাড়তে শুরু করেছে । করোনার সংক্রমণ কেন বাড়ছে; এ বিষয়ে কথা বলেছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক তাহমিনা শিরিন। তিনি বলেছেন, স্বাস্থ্যবিধি না মানা ও ডেলটা ধরনেই এখন করোনার সংক্রমণ বাড়ছে। আজ মঙ্গলবার তিনি এ কথা বলেন।

তাহমিনা শিরিন বলেন, করোনার ডেলটা ধরনের দাপটে গত বছরের মাঝামাঝিতে দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেওয়ার পর সংক্রমণ কমতে থাকে। গত ডিসেম্বরের প্রথম কয়েক সপ্তাহ ধরে করোনা শনাক্ত ১ শতাংশের ঘরেই ছিল। কিছুদিন ধরে সংক্রমণে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

স্বাস্থ্যবিধি না মেনে চলাকে বর্তমান সংক্রমণ বৃদ্ধির কারণ বলে মন্তব্য করেন তাহমিনা শিরিন। তিনি বলেন, ‘সবার জন্য স্বাস্থ্যবিধি এক। এখন বিয়েশাদি হচ্ছে, কেউ মাস্ক পরছে না। নির্বাচন হচ্ছে, সেখানেও মাস্ক নেই।’

তবে দেশের চলমান সংক্রমণ বৃদ্ধির প্রবণতা ডেলটার কারণে বলেই মনে করছেন তাহমিনা শিরিন। তিনি বলেন, ‘নভেম্বর মাসে ১০০ ভাগ রোগী ডেলটা ধরনে আক্রান্ত ছিলেন। এক মাসে তো তা উবে যাবে না। তাই আমরা বলতে পারি না যে অমিক্রনের জন্যই সংক্রমণ একটু একটু করে বাড়ছে।’

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টার ব্যবধানে দেশে করোনায় মৃত্যু, নতুন রোগী ও পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার-সবই বেড়েছে। ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৭৪ জন। এ সময় করোনায় আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে।

 

আইএনবি/বিভূঁইয়া