ডিএমপির স্টিকার লাগানো প্রাইভেটকারসহ ৩ ভুয়া পুলিশ আটক

আইএনবি ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র স্টিকার লাগানো প্রাইভেটকারসহ তিন ভুয়া পুলিশ কমকর্তাকে গতকাল শনিবার গোপালগঞ্জ রেললাইন থেকে আটক করা হয়েছে। আটক তিনজনের বাড়ি সদর উপজেলার মাঝিগাতি গ্রামে।

আজ রোববার ভোরে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ন্যাপকো নামে একটি কোম্পানির পরিচালক হেদায়েতের ছেলেসহ আটক প্রতারক চক্রের এই তিনজন সদস্য দীঘদিন ধরে সাদা রঙের একটি প্রাইভেটকারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্টিকার লাগিয়ে নিজেদেরকে পুলিশের বড় কমকর্তা পরিচয় দিয়ে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।

এরই ধারাবাহিকতায় চক্রের সদস্যরা শনিবার সন্ধ্যার পর গোপালগঞ্জ রেললাইনে গিয়ে স্থানীয় ছেলেমেয়েদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে। এ সময় তাদের চলাফেরা ও কথাবার্তা শুনে স্থানীয় লোকজনের সন্দেহ হয়।

একপর্যায়ে রেললাইনে বেড়াতে যাওয়া ছেলেমেয়েরা তাদেরকে গণধোলাই দিলে তারা নিজেদেরকে ভুয়া পুলিশ বলে জানায়। এরপর স্থানীয় লোকজন তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করে বলে জানান গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

 

আইএনবি/বিভূঁইয়া