ডিআইজি প্রিজনকে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

আইএনবি নিউজ: বর্তমান কারা সদর দফতরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) বজলুর রশিদকে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রোববার দুপুর ২টায় তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়।

জানা গেছে, রূপায়ন টাওয়ারের তিন কোটি ৪৫ লাখ টাকার একটি ফ্ল্যাট কেনার সময় দুর্নীতির নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে রোববার দুপুরে দুদক কার্যালয়ে তলব করা হয়। যদিও ক্ষমতার অপব্যবহার করে ঘুষ লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

দুদকের একটি সূত্র বলছে, বজলুর রশিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে গ্রেফতারও করা হতে পারে।

আইএনবি/বিভূঁইয়া