পাবনা প্রতিনিধি: ব্লক চেকিং ও ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক দল বিনা টিকিটে ভ্রমণের দায়ে ৩৫০ যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করেছে।
রেলওয়ের পাকশী বিভাগের খুলনা-ঈশ্বরদী-ঢাকা রুটের আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে এই জরিমানা করা হয়। এ সময় ১ লাখ টাকা ভাড়া ও ৪৭ হাজার টাকা জরিমানাসহ ১ লাখ ৪৭ হাজার টাকা আদায় করা হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন বলেন, এই অভিযান অব্যাহত থাকবে।
আইএনবি/বিভূঁইয়া