ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় শনিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া এলাকায়  ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত  রিপন নামে একজনকে ভর্তির জন্য রাতে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া এলাকার সোহেল এবং মৈশামুড়া গ্রামের গোকুল সরকার। তাদের মধ্যে সোহেল অটোটির চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, কুমিল্লার দিক থেকে আসা একটি ট্রাক খাজুরিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হন। আহত হন একজন।

দুর্ঘটনার পর আশপাশের জনতা বিক্ষোভ করতে থাকেন। এর ফলে সড়কটি দিয়ে ঘণ্টাখানেক সময়ের মতো যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

দুর্ঘটনার পরপরই ট্রাকটি ফেলে পালিয়ে যায় চালক ও তার সহকারী।

 

আইএনবি/বিভূঁইয়া