টেক্সাসে শপিংমলে হামলায় বন্দুকধারীসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের শনিবার (৬ মে) টেক্সাসের ডালাসের উত্তরে অ্যালেন শহরের ব্যস্ত একটি শপিংমলে বন্দুক হামলায় অন্তত ৯ নিহত হয়েছেন।

এ ঘটনায় পুলিশের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে বন্দুকধারীও নিহত হন। বন্দুকধারীসহ ৭ জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। দুজন পরে হাসপাতালে মারা যান। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে বলে জানা গেছে। অন্তত ৭ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে, যাদের মধ্যে ৩ জন গুরুতর আহত।

অ্যালেন শহরের পুলিশ প্রধান ব্রায়ান হার্ভে এক সংবাদ সম্মেলনে বলেছেন, বন্দুকধারী একাই এ হামলা চালায় বলে মনে করা হচ্ছে। তিনি বলেন, টেক্সাসের অ্যালেন শহরের অ্যালেন প্রিমিয়াম আউটলেটস মলের বাইরে গুলি চালানো শুরু করার পরে একজন পুলিশ অফিসার তাকে পাল্টা গুলি চালিয়ে হত্যা করে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এ ঘটনাকে মর্মান্তিক বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, স্থানীয় কর্তৃপক্ষকে যে কোনো সহায়তা দিতে প্রস্তুত আছে রাজ্য।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ দ্বিতীয় আক্রমণকারীর অনুসন্ধান করছিল। কিন্তু পরে তারা নিশ্চিত হয়েছেন, হামলাকারী একাই ছিল।

ঘটনাস্থলের একটি ভিডিওতে শত শত ক্রেতাকে দুই হাত উঁচু করে শপিংমল ত্যাগ করতে দেখা গেছে। এরিয়াল ফুটেজে শিটে আবৃত অন্তত তিনটি মরদেহ দেখা গেছে।

সূত্র: দ্যা নিউ ইয়র্ক টাইমস, আলজাজিরা

 

আইএনবি/বিভূঁইয়া