জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে যাত্রীর চাপ তিনগুণ ট্রেনে

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনযাত্রীর সংখ্যা দ্বিগুণ-তিনগুণ বেড়ে গেছে। গত কয়েক দিন ধরেই ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে বেড়ে গেছে যাত্রীর চাপ। বাড়তি যাত্রীদের সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে স্টেশন কর্তৃপক্ষকে।

জ্বালানি তেলের দাম বাড়ায়, ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর, দ্রুতযান ও একতা প্রত্যেক ট্রেনেই আসন সংখ্যার দ্বিগুণ থেকে তিনগুণ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। শুধু ঢাকাগামী নয়, ফুলবাড়ী-খুলনা, ফুলবাড়ী-রাজশাহী, ফুলবাড়ী-পার্বতীপুর ও ফুলবাড়ী-সান্তাহার রুটে চলাচলকারী আন্তনগর সীমান্ত এক্সপ্রেস, রূপসা, বরেন্দ্র এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেসসহ প্রত্যেক ট্রেনেই দ্বিগুণ-তিনগুণ বেড়েছে যাত্রীর চাপ।

তবে বেসরকারি খাতে ফুলবাড়ী-রাজশাহী ও ফুলবাড়ী-খুলনার মধ্যে চলাচলকারী মেইল ট্রেন উত্তরা ও খুলনায় যাত্রীর চাপ বেড়েছে আরও বেশি। সমান তালে যাত্রীর চাপ বেড়েছে ফুলবাড়ী-খুলনা ও ফুলবাড়ী-রাজশাহীর মধ্যে চলাচলকারী লোকাল ট্রেনগুলোতেও।

যাত্রীরা জানান, তেলের দাম বাড়ার কারণে বাস ভাড়া বৃদ্ধি পেয়েছে। তাই নিরুপায় হয়ে ট্রেনেই চলাচল করতে হচ্ছে।

ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইশ্রাফিল সরকার বলেন, ‘জ্বালানি তেলের দাম বৃদ্ধির কিছুটা প্রভাব রেলওয়ের ওপর পড়েছে। এতে ২৫ শতাংশ যাত্রী বেশি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিদিন যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রেলস্টেশনে ঈদে যেমন যাত্রীর ভিড় লক্ষ করা যায়, বর্তমানে ঠিক সেই রকম ভিড় লক্ষ করা যাচ্ছে।’

আইএনবি/বিভূঁইয়া