নিজস্ব প্রতিনিধি: অরাজনৈতিক সামাজিক সংগঠন স্বেচ্ছায় নিজের ইচ্ছায় “জনতার মঞ্চ ফাউন্ডেশন” এর উদ্যোগে অসায় সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ খাদ্রসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার ৮ জুলাই ঢাকার বিভিন্ন পথেপ্রান্তে দিনমজুর, রিক্সাচালক, অসহায় এবং সমাজে চাইতে পারেনা নিম্ন মধ্যবিত্তদের মাঝে এসব ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন “জনতার মঞ্চ ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা সভাপতি লেখক ও সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ আল আমীন, সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক মো: তানভীর আলম প্রমূখ।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লেখক ও সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়া বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা সংগঠনের পক্ষ থেকে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করেছি। তবে এবার ঈদ সামগ্রী গুলো দু’ভাগে বিতরণ করা হয়েছে। ঢাকায় এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চিত্রি গ্রামে হঠাৎ করে অর্ধ শতাধিক পরিবারের ঘর বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় ঐসব অসহায় পরিবারের জন্য আমাদের সংগঠনের সদস্যদের মাধ্যমে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি।
এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে পোলার চাল, সেমাই, চিনি এবং দুধ।
বাবুল ভূঁইয়া বলেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের সংগঠনের সাথে জড়িত সকল উপদেস্টা, নেতৃবৃন্দ, সদস্য সহ যারা বিভিন্নভাবে সহযোগিতা করে পাশে থেকেছেন তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিশেষ করে, জনতার মঞ্চ ফাউন্ডেশনের সিনিয়র উপদেস্টা ওমর ফারুক, বিশেষ উপদেস্টা মোঃ শাহআলম, মোঃ মাজহারুল, আলহাজ্ব কাইয়ুম সরকার, গোলাম মোস্তফা, মোঃ সেলিম জাবেদ, ফারহানা আফরোজ, ওবায়দুল হক, সাধারণ সম্পাদক মোঃ আল আমীন, দিলরুবা আনম ডালিয়া, নবীনগর শাখার সভাপতি মোঃ জহিরুল ইসলাম হৃদয়, খন্দকার সাইদুল, এম কে সামিরুল ইসলাম প্রমুখ।
এ সময় সমাজের সকল বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে বাবুল ভূঁইয়া বলেন ঈদের আনন্দটুকু ভাগ করে নেওয়ার জন্য সবাই যেন অসহায় সুবিধা বঞ্চিতদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
তিনি আরও বলেন, আমাদের সংগঠনের সামর্থ অনুযায়ী যতটুকু সম্ভব আমারা পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। আমি দেশবাসীর কাছে আমাদের সংগঠনের সাথে জড়িত সকলের জন্য দোয়া কামনা করছি।