ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় রবিবার রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।

গণপিটুনিতে গুরুতর আহত যুবককে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের নাম শামসুল মোল্লা (৩৫)। তার বাড়ি উপজেলার মানিকদহ ইউনিয়নের রাজাপুর গ্রামে।

এলাকাবাসী জানান, ছেলে ধরা সন্দেহে এ যুবককে গণপিটুনি দেয় লোকজন।

এ ব্যাপারে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন ভুইয়া বলেন, গণপিটুনিতে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের আটক করার চেষ্টা চলছে।

আইএনবি/বিভূঁইয়া