ছুরিকাঘাতে পুলিশের সোর্স খুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় মধ্য আউচপাড়া এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৩০) এক পুলিশ সোর্স নিহত হয়েছেন।

নিহত নজরুল ইসলাম (৩০) শেরপুর জেলার ঝিনাইগাতি থানার বনগাঁও গ্রামের আবু হারেজের ছেলে। তিনি গাজীপুরের বোর্ডবাজার এলাকার হাবিবুর রহমানের বাড়িতে পরিবার নিয়ে বাস করতেন।

পুলিশ জানায়, বিকেলে নজরুল আউচপাড়া এলাকায় এলে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, নজরুল পুলিশের সোর্স হিসেবে কাজ করতো। খুনের কারণ জানা যায়নি।

আইএনবি/বিভূঁইয়া