নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ এবং ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের স্ত্রী সাদিয়া আক্তার নিঝু (৩০) সাততলা ভবন থেকে পড়ে নিহত হয়েছেন।
গতকাল রবিবার দুপুরে শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার মায়ের মালিকানাধীন ভবনের তৃতীয় তলায় নিঝু বিউটি পার্লার অবস্থিত। সে তার মায়ের সঙ্গেই বসবাস করতেন। পরিবারের দাবি, সাততলা ভবনের ছাদে হাঁটতে গিয়ে সেখান থেকে হয়তো মাথা ঘুরে পড়ে গিয়ে অথবা অন্য কোনোভাবে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে।
সাদিয়ার মা ঝর্না হায়দার বলেন, শরীর ক্লান্ত লাগায় সাততলার ছাদে সে হাঁটাহাঁটি করছিল। এ সময় হঠাৎ সে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ বর্তমানে মর্গে আছে বলে জানিয়েছেন জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষ।
নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের চিকিৎসক নুরুজ্জামান বলেন, ময়নাতদন্তের পর বোঝা যাবে ঠিক কী কারণে তিনি মারা গেছেন। নিহতের স্বামী শাহজালাল বাদল বলেন, শাশুড়ির ফোনে জানতে পারি সাদিয়া ছাদ থেকে পড়ে গেছে। পরে সিদ্ধিরগঞ্জের বাড়ি থেকে ছুটে গিয়ে দেখি সাদিয়ার মৃত্যু হয়েছে। আমার স্ত্রী ওর মায়ের বাসায় থাকত। আমাদের কোনো দ্বন্দ্ব ছিল না।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, ভিক্টোরিয়া হাসপাতালে এক নারীর লাশ আছে। তিনি আত্মহত্যা করেছেন বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে। পুলিশ পাঠানো হয়েছে, প্রাথমিক তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
আইএনবি/বিভূঁইয়া