চীনে আবার কোভিড-১৯ ভয়ংকর রুপে সংক্রমণের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:শুক্রবার চীনে আরও ১৯ জনের কোভিড-১৯ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে বলে দেশটির সরকারের তথ্যের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। নিজেদের দেশের অভ্যন্তরের নাগরিকদের মধ্যে আক্রান্ত হয়েছেন ছয়জন, তারা রাজধানী বেইজিংয়ের বাসিন্দা।

আলজাজিরা জানায়, চীনে দ্বিতীয় ধাপে এ মহামারী শুরু হওয়ার আশংকা করছেন সেদেশের ভাইরোলজিস্টরা। কারণ বেইজিং ও মন্টাকিতে আবার চীনা নাগরিকরা নতুন করে সংক্রমিত হচ্ছেন। সেই সংখ্যাও কম নয়। প্রতিদিন গড়ে ৬ জন আক্রান্ত হচ্ছেন। কিন্তু চীনা গণমাধ্যম স্বীকার করছে না।

গত কয়েক মাস ধরে চীনে যাদের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ছে এসব নাগরিকদের বেশির ভাগই বিদেশ থেকে ফেরা।

নতুন সংক্রমণের ঘটনায় প্রাইমারি স্কুলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দিতে আরও আর সময় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেইজিং কর্তৃপক্ষ। দলবদ্ধ হয়ে সব ধরনের খেলাধুলা ও খাবার আয়োজন নিষিদ্ধ করা হয়েছে।

সংক্রমণের ঘটনা ঘটেছে এমন দুটি মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কেট এলাকায় টহলরত অনেক পুলিশের উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছেন এএফপির সাংবাদিকেরা।

আইএনবি/বি. ভূঁইয়া