চীনের যুদ্ধবিমানকে ধাওয়া করে ক্লান্ত: জাপানি পাইলট

আন্তর্জাতিক ডেস্ক: জাপানি বিমানবাহিনীর পাইলট লে. কর্নেল তাকামাটি শিরোতা আরও বলেন, প্রায়শই চীনের যুদ্ধ বিমান তাদের আকাশসীমা লংঘন করছে। সিএনএন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দু’বার চীনের যুদ্ধবিমান ঢুকে পড়েছিলো জাপানি আকাশসীমার বেশ ভেতরে। এগুলোকে ধাওয়া করেন জাপানি ফাইটার পাইলটরা। তবে এটা কোনও নতুন ঘটনা নয়। মার্চে শেষ হওয়া সর্বশেষ অর্থবছরে জাপানে আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৯৪৭ বার।

জাপানি ফাইটার পাইলটরা অভিযোগ করেছেন, এই ধরণের ঘটনা ক্রমাগত বাড়ছে। প্রতিদিনই একাধিক চীনা সামরিক বিমানকে ধাওয়া করতে হচ্ছে ফাইটার পাইলটদের।

এই অঞ্চলেই আছে সেনকাকু দ্বীপপুঞ্জ। জাপান ও চীন উভয়েই এই পাথুরে জরমানবহীন দ্বীপের মালিকানা দাবি করছে। বর্তমানে জাপানের নিয়ন্ত্রণে আছে সেনকাকু।

আইএনবি/বি.ভূঁইয়া