চীনের আরো ৫৪ অ্যাপ বন্ধ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে আবার চীনের অনেকগুলো মোবাইল অ্যাপ বন্ধের আদেশ দিয়েছে ভারত সরকার। এবার নিষিদ্ধ তালিকায় পড়া চীনা অ্যাপের সংখ্যা ৫৪টি।

সাম্প্রতিকতম নিষিদ্ধ চীনা অ্যাপগুলোর মধ্যে রয়েছে সুইট সেলফি এইচডি, বিউটি ক্যামেরা-সেলফি ক্যামেরা, ইকুয়ালাইজার ও বেজ বুস্টার, ক্যামকার্ড ফর সেলসফোর্স এনট, আইসোল্যান্ড ২: অ্যাশেস অব টাইম লাইট, ভিভা ভিডিও এডিটর, টেনসেন্ট এক্সরিভার, অনমিয়োজি চেস, অ্যাপলক ও ডুয়াল স্পেস লাইট ইত্যাদি।

গত বছর জুনে চীনের ৫৯টি অ্যাপ বন্ধ ঘোষণা করেছিল ভারত।

সে অ্যাপগুলোর মধ্যে ছিল টিকটক, উইচ্যাট ও হেলো। ২৯ জুন বন্ধ করে দেওয়া বেশির ভাগ অ্যাপই বন্ধ করা হয়েছিল সেগুলো ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করছে গোয়েন্দা কর্মকর্তাদের এ সতর্কতার পর। চীনের সঙ্গে সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে ২০ ভারতীয় সেনা এবং চীনের অনির্দিষ্টসংখ্যক সেনা নিহত হওয়ার ঘটনার পর ওই অ্যাপ বন্ধের নির্দেশ আসে। জুনের পর আবার সেপ্টেম্বরে ১১৮টি চীনা অ্যাপ বন্ধ ঘোষণা করা হয়।

চীন ভারতের এসব অ্যাপ বন্ধের বিরোধিতা করেছে। দেশটির অভিযোগ, ভারত বিশ্ব বাণিজ্য সংস্থার বৈষম্যবিরোধী নীতি ভঙ্গ করছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

আইএনবি/বিভূঁইয়া