নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে একটি বেসরকারি হাসপাতাল চলছে চিকিৎসক ও প্যাথলজিস্ট ছাড়াই । এমনকি অস্ত্রোপচারের আগে যন্ত্রপাতিও জীবানুমুক্ত করা হয় না। ওই হাসপাতালের ব্যবস্থাপককে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার জমিদারহাটের মনোয়ারা জেনারেল হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপককে রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলা কর্মকর্তা (ইউএনও) মো.ইয়াসীর আরাফাত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার জমিদারহাটের মনোয়ারা জেনারেল প্রাইভেট হাসপাতালে চিকিৎসক ও প্যাথলজিস্ট না থাকা এবং অস্ত্রোপচারের যন্ত্রপাতি জীবানুমুক্ত না করে অস্ত্রোপচার করার অভিযোগে পাওয়া যায়। তারই ভিত্তিতে ওই হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অভিযোগের সত্যতা পেয়ে হাসপাতালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও জরিমানা অনাদায়ে হাসপাতালের ব্যবস্থাপককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। হাসপাতালের দণ্ডপ্রাপ্ত ব্যবস্থাপক অর্থদণ্ড প্রদান করায় তাকে আর কারাভোগ করতে হয়নি।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অংশ নেয় বেগমগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল ও বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম।
আইএনবি/বিভূঁইয়া