চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বুধবার রাত ৮টার দিকে বাড়হাতিয়া ইউনিয়নে কুমিরাঘোনা জঙ্গলিপরী পাড়ায় ভাবির ছুরিকাঘাতে মো. ইউনুস নামে (৪০) নামে এক যুবক খুন হয়েছেন।
পারিবারিক বিষয় নিয়ে বড়ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি করায় ইউনুসকে তার ভাবি ছুরিকাঘাত করে বলে জানান স্থানীয়রা।
নিহত ইউনুস ওই এলাকার আলী আহমদের ছেলে।
এদিকে এ ঘটনায় ঘাতক ভাবি নাসিমা আকতার ও তার স্বামী ইউসুফকে আটক করেছে পুলিশ।
বিষয়টি বড়হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমডি জুনাইদ নিশ্চিত করেছেন।
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, ঘটনার পর আমরা ভাবি ও তার স্বামীকে আটক করেছি।
এ ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আইএনবি/বিভূঁইয়া