চট্টগ্রামে বিস্ফোরণে যুবক নিহত, দগ্ধ ২

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বালুছড়া কাশেম কলোনিতে রবিবার সকাল ১০টার কিছু পর একটি বাসায় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরও দুইজন।

 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বায়েজিদ বোস্তামীর কাশেম কলোনির একটি ভাড়া বাসায় তিন-চারজন যুবক থাকতেন। সকালে সেখানে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে যায়। সেখান থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হলে একজন মারা যায়। বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের কারণ সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, এখনো কোনো কিছু বোঝা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

আইএনবি/বিভূঁইয়া