চট্টগ্রামে পুলিশ বক্সে বিস্ফোরণে বিশেষ সতর্কতা জারি করেছে সিএমপি

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের ষোলশহর পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় আরো হামলার আশঙ্কায় পুলিশের প্রতিটি স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সিএমপি।

শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার আমেনা বেগম এ নির্দেশনা দেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ষোলশহর দুই নম্বর গেইট ট্রাফিক বক্সে বিস্ফোরণের ঘটনা ঘটনাটি ঘটে। এতে ঘটনায় পুলিশের দুই সদস্যসহ কমপক্ষে পাঁচজন আহত

ঘটনার সময় সেখানে দায়িত্বে ছিলেন সার্জেন্ট মো. আরাফাত ও এএসআই মো. আলাউদ্দিন। তাদের দুজনকে দগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আরাফাতের শরীরে ৭ শতাংশ এবং আলাউদ্দিনের ৮ শতাংশ পুড়ে গেছে বলে বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আমির জানান, নওশাদ (৮), জাহিদ (২৮) ও আকন (২৬) নামে তিন পথচারীও ওই ঘটনায় ‘সামান্য আহত’ হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

আইএনবি/বিভূঁইয়া