চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আগুনে পুড়ে সায়মা (৭) নামে ঘুমন্ত এক শিশুর মৃত্যু হয়েছে। নানাবাড়িতে এসে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় ওই শিশু। এ সময় আগুনে পুড়ে যায় ১৭ ঘর। সে পূর্ব পুঁইছড়ির আমানউল্লাহর মেয়ে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কাশেম বলেন, দিবাগত রাত ২টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ১৭ ঘর পুড়ে যায়। ওই সময় সব ঘরের লোকজন বের হতে পারলেও ঘুমিয়ে থাকায় বের হতে পারেনি শিশু সায়মা।
বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার লিটন বৈষ্ণব জানান, খবর পেয়ে রাতেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে পুড়ে ঘুমন্ত এক শিশুর মৃত্যু হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া