চকরিয়া প্রতিনিধি:কক্সবাজারের চকরিয়ায় শনিবার (১৫ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে হাসপাতাল মাঠের মসজিদের পাশে এরশাদ আলী (২৮) নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় সন্দেহভাজন অপর এক যুবকেকে আটক করেছে পুলিশ।
নিহত এরশাদ কুষ্টিয়ার মীরপুর থানার বাসিন্দা। তিনি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি (এসআর)।
আটক আশিক বিল্লাহ (৩৪) ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসিন্দা এবং একই ওষুধ কোম্পানির চকরিয়া ডিপোর এমআর বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন মুসল্লি জানান, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে মসজিদের পশ্চিম দক্ষিণ কোনোয় ঘাসের ওপর রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে একজন চিৎকার দেন। এসময় তারা মসজিদ থেকে বের হয়ে দেখতে পান এক যুবকের নিথর দেহ সেখানে পড়ে আছে। পরে মুসল্লিসহ আশপাশের লোকজন জড়ো হতে দেখে চিৎকার দেওয়া যুবক ঘটনাস্থলের পাশে ফেলে যাওয়া তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে ধরে ফেলেন তারা। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চকরিয়া থানার ওসি (তদন্ত) মো. আবদুল জব্বার বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। এছাড়া ঘটনায় জড়িত সন্দেহে একটি ওষুধ কোম্পানির এমআরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া