গুগল ডুডলে লিপ ইয়ার উদযাপন

প্রযুক্তি ডেস্ক: লিপ ইয়ারের দেখা মেলে প্রতি চার বছর পর । ২০২০ সালের এ বিশেষ দিনে সবুজ, হল্দু ও গোলাপি রঙে সেজে উঠেছে গুগল। গুগলে গ্রাফিক্সে নকশা করা হলুদ রঙের ইংরেজি ‘ও’ অক্ষরের মাঝে গোলাপি রঙে লেখা আছে ২৯ তারিখ। এনডিটিভি

লিপ ইয়ার উপলক্ষে ৩৬৫ দিনের বদলে এ বছরের ক্যালেন্ডারে যোগ হয়েছে ৩৬৬ দিন। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতে পার করে প্রায় ৩৬৫ দিন ৬ ঘন্টা। চার বছর পর এই ৬ ঘণ্টা হিসেব করলে প্রায় ২৪ ঘণ্টা দাঁড়ায়। তাই প্রতি ৪ বছর পর ঐ ২৪ ঘণ্টাকে যোগ করে ফেব্রুয়ারি মাসকে ১ দিন বাড়িয়ে দিয়ে ২৯ তারিখ করা হয়। এই অতিরিক্ত দিনকে বলা হয় ‘লিপ ডে’।

আইএনবি/বিভূঁইয়া