গাইবান্ধায় অটোরিকশাকে বাসের চাপা, নিহত ৩

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিটিসি মোড় (মহেশপুর) এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে বুধবার সকাল সোয়া ৮ টার দিকে একটি অটোরিক্সাভ্যানকে বাস চাপা দিলে  তিনজন নিহত হয়েছে। এরা হলেন কৃষক তাজু মিয়া (২৫) ও সবুজ মিয়া (৩০) এবং অটো রিক্সাভ্যান চালক সোহেল মিয়া (৩৫)।  এই দুর্ঘটনা ঘটে।

নিহত তাজু মিয়া পার্শ্ববর্তী রংপুরের পীরগঞ্জ উপজেলার মধ্য চেরাগপুর গ্রামের রাজা মিয়ার ছেলে ও সবুজ মিয়া একই গ্রামের দুলা মাস্টারের ছেলে এবং সোহেল মিয়া একই উপজেলার দাড়িয়াপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে।

পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) রূপ কুমার জানান, তাজু ও সবুজ নিজ ক্ষেতের সবজি নিয়ে বিক্রির জন্য অটোরিক্সাভ্যানযোগে পলাশবাড়ী মহেশপুর সবজিহাটে আসছিলেন। পথে ওই এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী  নিউ সাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সবজিবাহী অটোরিক্সাভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাজু ও সোহেল নিহত হন। আহত সবুজকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনিও মারা যান।

তিনি আরও জানান, মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে বাস চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

 

আইএনবি/বিভূঁইয়া