খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় র্যাব অভিযান চালিয়ে ১২জন কিশোর ও ১জন কিশোরীকে আটক করেছে। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আটক হওয়া এসব কিশোর অপরাধীদের সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) র্যাব- ৬-এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
র্যাব অধিনায়ক জানান, রোববার (৭ নভেম্বর) মহানগরীর পুরাতন স্টেশন রোড, ৭ নম্বর ফেরি ঘাট ও নিরালা এলাকা থেকে ১জন কিশোরী ও ১২জন কিশোর অপরাধীকে আটক করা হয়। তারা মাদকাসক্ত হয়ে নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত হয়। আটককৃতদের সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা নিগার সুলতানার কাছে হস্তান্তর করা হয়েছে।
নিগার সুলতানা জানান, অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে এসব কিশোর কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আইএনবি/বিভূঁইয়া