খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় মো. মাসুদ রানা (৪৫) নামে একজন নিহত এবং আহত হয়েছেন কমপক্ষে ২০ জন ।
রোববার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা গাজীপুরের তোহালতপুর এলাকার আলফাস সরকারের ছেলে। তিনি পেশায় ঠিকাদার বলে জানা গেছে।
পুলিশ ও আহত যাত্রীরা জানান, সন্ধ্যা ৭টার সময় খাগড়াছড়ির দীঘিনালা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস সাপমারা এলাকায় পৌঁছালে পুলিশ চেকপোস্টর পর পাহাড়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই মাসুদ রানা নামে একজন নিহত হন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ছয়জনকে মাটিরাঙ্গা ও আটজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।
মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আইএনবি/বিভূঁইয়া