কুমিল্লায় ছয় কেজি গাঁজাসহ তিন তরুণ গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লালমাই উপজেলার কেশনপাড়া মিজিবাড়ির উত্তরে কুমিল্লা-চাঁদপুরগামী আঞ্চলিক মহাসড়কের উপর থেকে সোমবার সন্ধ্যায় ডাম্প ট্রাক থেকে ছয় কেজি গাঁজাসহ তিন তরুণকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।

আসামিরা হলেন মো. ফয়সাল, মো. আবুল হোসেন ও মো. কাউসার হোসেন।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, গোপন সংবাদ পেয়ে ট্রাকটি থামানো হয়। তল্লাশি চালিয়ে কসটেপে মোড়ানো তিনটি পোটলায় ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য ৬০ হাজার টাকা।

আইএনবি/বিভূঁইয়া