কিশোরগঞ্জের অসহায় মানুষের পাশে মৎস্যজীবি লীগ

 

নিজস্ব প্রতিবেদক

মরণ ঘাতক করোনা ভাইরাস মোকাবেলায় সারাদেশের ন্যায় কিশোরগঞ্জ জেলায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী মৎস্যজীবি লীগ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের সহযোগিতায় করোনা সংকটে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী ও জেলে সম্প্রদায়ের মাঝে  খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছে কিশোরগঞ্জে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ।গতকাল রোববার এসব খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ কামরুল আহসান শাহজাহান, পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম খান মাসুম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, সাবেক জি এস মানসুরুল শার্ফী, পিটার, সাবেক ছাএনেতা রাশেদ জাহাঙ্গীর পল্লব, জেলা ছাএলীগের সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান, কিশোরগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আহসানউল্লাহ, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম হেলাল, সাধারণ সম্পাদক মোঃ কামাল মিয়া সহ সদর জেলা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

মৎস্যজীবী  লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি  ছাইদুর রহমান সাঈদ এবং সাধারণ সম্পাদক শেখ  আজগর  নস্করের নির্দেশে সারাদেশেই খাদ্য ও পরিস্কার পরিচ্ছন্ন সামগ্রি বিতরণ করছে  আওয়ামী  মৎস্যজীবী  লীগ।