কালিয়াকৈর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় সোমবার (১০ জুলাই) সকালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের নিহত হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কালামপুর এলাকায় সোমবার সকালে অজ্ঞাত ওই যুবক রেল লাইনের উপর দিয়ে হাঁটাহাঁটি করছিল। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেসের ধাক্কায় ওই অজ্ঞাত যুবক নিহত হয়। নিহতের পরনে ছিল জিন্সের প্যান্ট ও কালু রঙের টি-শার্ট। তার বয়স আনুমানিক ৪০ বছর।
কালামপুর গেটম্যান আজাদ মিয়া জানান, লাশ উদ্ধারের জন্য পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ আসলে লাশটি উদ্ধার করা হবে।
আইএনবি/বিভূঁইয়া