কারাগার থেকে ১৩শ’রও বেশি বন্দির পলায়ন

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ পূর্ব কঙ্গোর বেনি শহরের কনবায়ে নামের একটি কারাগারে সংঘবদ্ধ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ভোরে সশস্ত্র ব্যক্তিদের এই হামলার পর পালিয়েছে ১৩শ’রও বেশি বন্দি। এমনটাই জানিয়েছেন শহরের মেয়র মোদেস্তে বাকওয়ানামাহা।

হামলার জন্য ওই অঞ্চলে সক্রিয় একটি বিদ্রোহী গোষ্ঠীকে দায়ী করেছেন মেয়র মোদেস্তে বাকওয়ানামাহা। তিনি বলেন, ওই হামলার ঘটনায় একজন বন্দি মারা গেছেন। যে কোনো সন্দেহজনক ব্যক্তিকে দেখলেই স্থানীয় কর্তৃপক্ষের কাছে জানানোর জন্য সকল নাগরিককে আহ্বান জানান মেয়র। তিনি জানান, পালিয়ে যাওয়া ২০ জন বন্দিকে এরই মধ্যে ফিরিয়ে আনা হয়েছে।

মেয়র মোদেস্তে বাকওয়ানামাহা জানান, হামলাকারীরা বিপুল সংখ্যায় এসে দুর্ভাগ্যজনকভাবে কারাগারের দরজা ইলেক্ট্রনিক সরঞ্জাম দিয়ে ভেঙে ফেলতে সক্ষম হয়। মেয়র বলেন, আমাদের বিশ্বাস এই হামলা এডিএফ চালিয়েছে।
সূত্র: এবিসি নিউজ।

আইএনবি/বি.ভূঁইয়া