কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার-টেকনাফে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উখিয়ার মরিচ্যা চেকপোস্টের হীরার দ্বীপ এলাকায় শহীদ এটিএম জাফর আলম সড়কে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়েছে একটি কাভার্ডভ্যান। এতে অটোরিকশাটির চালক ইমাম হোসেন (২৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন।
নিহত ইমাম হোসেনের বাড়ি উখিয়ার হাজমপাড়ায়।
রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রউফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা সম্ভব হলেও সেটির চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।
আইএনবি/বিভূঁইয়া