করোনা কেড়ে নিল মুক্তিযোদ্ধার প্রাণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায় নিজ বাসভবনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা কাজী মিসির আলী মারা গেছেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

করোনায় মারা গেলেও তিনি গত দু’বছর ধরে কিডনি, ডায়াবেটিকস, লিভারজনিত রোগে ভুগছিলেন।

এক সপ্তাহ আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার তাকে নগরীর চাষাঢ়া বালুর মাঠস্থ অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসক তাকে দেখে অন্যান্য পরীক্ষার সঙ্গে কোভিড-১৯ পরীক্ষাও করাতে বলেন। পরের দিন পপুলার ডায়াগনস্টিক সেন্টারে করোনা পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তিনি চিকিৎসকের পরামর্শে বাসায় আইশোলেসনে থাকেন।

শনিবার বেলা ১১টার দিকে হাজীগঞ্জ বাজারে বায়তুল আহাদ জামে মসজিদের সামনে বীর মুক্তিযোদ্ধা কাজী মিসির আলীকে প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুর রহমানের নেতৃত্বে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে তার নামাজে জানাজা হয়। জানাজায় নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অ্যাড. নূরুল হুদা, সদর উপজেলা মুক্তিযোদ্ধার সংসদের কমান্ডার জুলহাস মিয়াসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে পাঠানটুলি কবরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত জায়গায় তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে এ পর্যন্ত করোনাভাইরাসে ২০৬ জন মৃত্যুবরণ করেন।

আইএনবি/বিভূঁইয়া