কক্সবাজার সদরে অসচ্ছল ৫০০ পরিবার পেল প্রধানমন্ত্রীর খাদ্য উপহার

কক্সবাজার প্রতিনিধি:মহামারি আকারে ছড়িয়ে পরা করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে চলমান লকডাউনে কক্সবাজার সদরে কর্মহীন হয়ে পড়া পর্যটনের সঙ্গে জড়িত বিচ বাইক, কিটকট ছাতা, জেট স্কি চালিয়ে জীবিকা নির্বাহ করা পরিবার ও দর্জিসহ অসচ্ছল ৫০০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে সদর উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেল ৩টায় কক্সবাজার বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে সামাজিক দূরত্ব মেনে অসহায় ৫০০ পরিবারের মধ্যে এসব উপহারসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

উপহার সামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারকে ৫ কেজি করে চাল, মশুর ডাল ৫০০ গ্রাম, আধা লিটার তেল, সেমাই ১ প্যাকেট এবং ১ কেজি করে চিনি দেওয়া হয়। জেলা প্রশাসক বলেন, ‘সমাজের দরিদ্র মানুষের পাশাপাশি লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৫০০ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কক্সবাজারের জন্য প্রায় ১০ কোটি টাকার উপহার দিয়েছেন। সামাজিক নিরাপত্তা বেষ্টনির জন্য তাঁর এই উপহার।’

মামুনুর রশীদ বলেন, ‘আমরা হিসেবে করে দেখেছি প্রধানমন্ত্রীর দেওয়া বরাদ্দ কক্সবাজারের প্রায় ২ লাখ মানুষকে সহযোগিতা করতে পারবো।’

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটি, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড ফরিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

আইএনবি/বিভূঁইয়া