আইএনবি ডেস্ক: রাজধানীর মহাখালী ডিওএইচএসে কংক্রিট ব্লকের উৎপাদন ও বাজারজাতকরনকে গতিশীল করতে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ কনক্রিট ব্লক & পেভারস ম্যানুফেকচারাস সোসাইটি (বিসিবিপিএমএস) এর ২০২২-২৩ অর্থবছরের জন্য ব্লকটেকের ব্যবস্থাপনা পরিচালক লেঃ কর্ণেল (অবঃ) শাখাওয়াত হোসেন AFWC, PSC কে সভাপতি ও ইউনিক কনক্রিটের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানকে সাধারন সম্পাদক করে ১৯ সদস্যের কমিটি ঘোষনা করা হয়েছে।


গত শনিবার (১ জানুয়ারী ২০২২) এ কমিটি ঘোষনা করা হয়।
সহ-সভাপতি হিসেবে মিঠু তালুকদার (ইকো ইট, সিলেটে), শাখাওয়াত হোসেন (চেয়ারম্যান, গ্লোবাল কনক্রিট), মোঃ হাবিবুল ইসলাম বাবলু (চেয়ারম্যান, রাজ্জাক গ্রুপ), মোর্শেদ ইকবাল খন্দকার (পাইওনিয়ার ব্লক এন্ড বিল্ডার্স লি), যুগ্ম -সাধারণ সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, (চেয়ারম্যান কংক্রিট), ইঞ্জিনিয়ার আহসান হাবীব (সিনওয়ান বিল্ডটেক সলিউশন), মাসুদুর রহমান (সিটি কনক্রিট, খুলনা), ইঞ্জিনিয়ার ফয়সাল হোসেন (সাফ কনক্রিট), কোষাধ্যক্ষ হিসেবে এ,বি,এম, দেলোয়ার হোসেন ( আকানগর ইকো ব্রিক, ব্রাহ্মণবাড়িয়া), সহ- কোষাধ্যক্ষ হিসেবে ইঞ্জিনিয়ার মোঃ সাজ্জাদ হুসাইন অলি (আরএমএস ইকো) এবং নির্বাহী সদস্য হিসেবে ইঞ্জিনিয়ার আবেদ হাসান (সিডিসি কনক্রিট), মোঃ সাজ্জাদ খান (রাজশাহী), লুৎফর রহমান (ইসিপি, লালমনিরহাট), উজ্জ্বল চৌধুরী (ইউএস বাংলা, ব্রাহ্মণবাডিয়া), মোঃ আসলাম পারভেজ (স্কাই ব্লক), মোঃ যুবায়ের (এইচবিবিএম), মোঃ ইব্রাহিম (আভা কনক্রিট), ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত (ইয়াসির বিল্ডিং ম্যাটেরিয়াল’স) নাম ঘোষনা করা হয়েছে। পরে নির্বচিত সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।