এক যাত্রীকে কিনতে হবে ২ টিকিট

আইএনবি নিউজ:পরিবহন খাতের মালিক-শ্রমিকেরা করোনাভাইরাস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বাসের ভাড়া বাড়ানো হচ্ছে।

সরকার সীমিত আকারে গণপরিবহন চালুর ঘোষণা দেয়ার পর বাস-মিনিবাসে ৫০ শতাংশ আসন ফাঁকা রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

এ পরিস্থিতিতে পরিবহনমালিকেরা লোকসান এড়াতে ভাড়া বাড়ানোর দাবি জানান।

এরই পরিপ্রেক্ষিতে বিআরটিএ কার্যালয়ে সংস্থাটির স্থায়ী ব্যয় বিশ্লেষণ কমিটির ঘণ্টাখানেকের বৈঠকে রাজধানী ঢাকাসহ দূরপাল্লার পথের বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়।

বৈঠকে উপস্থিত একাধিক প্রতিনিধি গণমাধ্যমকেকে জানান, মন্ত্রণালয়ের অনুমোদনের পর ভাড়ার তালিকা তৈরি করা হবে।

নতুন নিয়মে বাসে চড়তে হলে একজন যাত্রীকে দুইটি টিকিট কিনতে হবে। এক্ষেত্রে তাকে ২০ শতাংশ ছাড় দেয়া হবে।

আইএনবি/বি.ভূঁইয়া