এই গরমেই সুমেরু মহাসাগরের এক-তৃতীয়াংশ বরফ উধাও !

প্রযুক্তি ডেস্ক: এ বছরের গ্রীষ্মে আর্কটিক (সুমেরু) মহাসাগরের উপরে ভাসা বরফের সাম্রাজ্য যে ভাবে আকারে, আয়তনে ছোট হয়ে গিয়েছে, তা চমকে দিয়েছে বিজ্ঞানীদের।

গত ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বরফ গলতে গলতে আর্কটিকের জলের উপরে থাকা বরফের স্তরের সাম্রাজ্যের চৌহদ্দিটা কমে পৌঁছেছে ১৬ লক্ষ বর্গ মাইল বা ৪১ লক্ষ ৫০ হাজার বর্গ কিলোমিটারে। যা সুমেরু মহাসাগরের উপরে থাকা বরফের স্তরের এক-তৃতীয়াংশ। সাতের দশকের শেষাশেষি থেকে ৪০ বছরে দ্বিতীয় সর্বনিম্ন।

সবচেয়ে বেশি কমেছিল ২০১২-য়। কিন্তু সে বছর সাইক্লোন হয়েছিল। এ বার ওই সময় সাইক্লোন না হলেও, আর্কটিক তার বরফের এলাকা খুইয়েছে। উদ্বেগজনক ভাবে।

পুণের ‘ন্যাশনাল সেন্টার ফর অ্যান্টার্কটিক অ্যান্ড ওশ্‌ন রিসার্চ’ (এনসিএওআর)-এর অধিকর্তা এম রবিচন্দ্রন ‘আনন্দবাজার’কে এই খবর দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘নাসা ও ‘ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টার’ (এনএসআইডিসি)-এর বিভিন্ন উপগ্রহের পাঠানো তথ্যাদি এ কথা জানিয়েছে।’’

আইএনবি/বিভূঁইয়া