ঈদে তিন দিন ট্রেন চলবে না !

আইএনবি নিউজ: বৃহস্পতিবার (২৩ জুলাই) রেলওয়ের উপ-পরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিন দিন মালবাহী ট্রেন এবং দুই দিন আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে ৩১ জুলাই থেকে ২ আগস্ট সব মালবাহী ট্রেন এবং ঈদের দিন ও ঈদের পরের দিন সব আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে।

এছাড়া পশ্চিমাঞ্চলের কালনী এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ডে অফ প্রত্যাহার করা হয়েছে। ৩১ জুলাই এ চারটি ট্রেন চলাচল করবে।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ বলেন, রেলভবন থেকে একটি আদেশের চিঠি পেয়েছি। যেখানে ঈদুল আজহা উপলক্ষে তিন দিন মালবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার কথা বলা হয়েছে।

করোনার সংক্রমণ রোধে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৩১ মে থেকে সীমিত আকারে শুরু হয় আন্তঃনগর ট্রেন চলাচল। বর্তমানে বিভিন্ন রুটে ১৭টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে।

আইএনবি/বি.ভূঁইয়া