ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পৌরসভার ৪নং ওয়ার্ড থেকে ইয়াবা ট্যাবলেটসহ মো. মারুফ মোরশেদ আকাশ (২৭) নামে স্কয়ার কোম্পানি’র এক রিপ্রেজেন্টেটিভকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ এপ্রিল) রাতে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, এসআই মো. ফখরুল হাসান লিখন ফোর্সসহ মাদক বিরোধী অভিযানে বোরহানউদ্দিন পৌরসভার ৪নং ওয়ার্ডের ভোলা-চরফ্যাশন সড়কের উপর থেকে মারুফ মোরশেদ আকাশকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
আটক মারুফ মোরশেদ এর বাড়ী বরিশাল বাকেরগঞ্জ উপজেলায়। সে বোরহানউদ্দিন উপজেলায় ওষুধ কোম্পানি স্কয়ার এর মার্কেটিংয়ে কর্মরত ছিলেন।
বোরহানউদ্দিন থানা অফিসার ইন-চার্জ মো. শাহীন ফকির সত্যতা নিশ্চিত করে জানান, মাদকসহ আটককৃত মারুফ মোরশেদ আকাশকে মাদক মামলায় ভোলা জেল হাজতে পাঠানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া