ইরানে পুলিশ স্টেশনে বন্দুকধারীদের তাণ্ডব, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: গতকাল শনিবার ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অশান্ত প্রদেশের এক পুলিশ স্টেশনে তাণ্ডব চালিয়েছে বন্দুকধারীরা। এতে অন্তত দুই পুলিশ সদস্য ও চার হামলাকারী নিহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে এ হামলা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চারজন সন্ত্রাসী ও দুই পুলিশ সদস্যের নিহতের কথা নিশ্চিত করেছে।

তবে দেশটির পুলিশের একজন মুখপাত্র বলেছেন, তিনজন হামলাকারী নিহত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারীরা গ্রেনেড হামলা চালিয়ে পুলিশ স্টেশনের দরজা খুলে এবং এরপরেই নিরাপত্তা বাহিনীর সদস্যের সঙ্গে গোলাগুলি শুরু হয়।

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী ইরানের রাজ্য দেশটির অন্যতম একটি দরিদ্র রাজ্য এবং মাদক চোরাচালনের অন্যতম পথ হিসেবে ব্যবহৃত হয় বলে রয়টার্স জানিয়েছে।

তবে প্রদেশটিতে সবশেষ এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। ইরানে পুলিশ স্টেশনে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটি হতাহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

 

আইএনবি/বিভূঁইয়া