ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের ভৈরবে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মো. রকি (২২) নামে এক বখাটের ছুরিকাঘাতে বাবা গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

আজ বুধবার সকালে ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রকি শ্রীনগর গ্রামের মধ্যপাড়া এলাকার মো. লোক মিয়ার ছেলে।

জানা যায়, শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ুয়া মো. তৌফিক মিয়ার মেয়েকে কয়েকদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল স্থানীয় রকি নামের এক যুবক। সবশেষ আজ বুধবার সকাল ৯টার দিকে স্কুলছাত্রী বাড়ির টিউবওয়েলে পানি নিতে আসলে বখাটে মো. রকি বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে মেয়েটিকে উত্ত্যক্ত করে। এ সময় মেয়েটির বাবা ওই যুবককে জিজ্ঞাসা করলে বখাটের সাথে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

কথাকাটাকাটির একপর্যায়ে বখাটে রকি তার সাথে থাকা একটি ছুরি দিয়ে মেয়ের বাবার মাথায় গুরুতর আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আহতকে ভাগলপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের জানান, বখাটে রকি দীর্ঘদিন যাবৎ গ্রামের মেয়েদের উত্ত্যক্ত করে আসছে। এ ছাড়াও তার বাবা-মা দুজনই মাদক কারবারি। রকির মা নাদিরা বেগমের নামে একাধিক মাদকের মামলা রয়েছে বলেও জানান ইউপি চেয়ারম্যান। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এই জনপ্রতিনিধি।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইএনবি/বি.ভূঁইয়া