ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেলো আইনজীবীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদরে মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফতুল্লা থানার সস্তাপুর এলাকায় মাস সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় এক আইনজীবীর মৃত্যু হয়েছে।

নিহত বজলুর রহমান (৭০) শহরের উত্তর চাষাড়া এলাকার মৃত মৌলভী এলেম উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি নারায়ণগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী এবং নারায়ণগঞ্জ টেক্সেস বারের সাবেক সভাপতি।

নারায়ণগঞ্জ টেক্সেস বারের সভাপতি অ্যাডভোকেট রতন কান্তি ধর জানান, বিকেলে ফতুল্লার সস্তাপুর এলাকায় মাস সিএনজি ফিলিং স্টেশনের সামনে হেঁটে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড পারাপার হচ্ছিলেন আইনজীবী বজলুর রহমান। এ সময় রোডে ব্যাটারিচালিত দুই ইজিবাইক প্রতিযোগিতা করে চালিয়ে আসছিল। এ সময় একটি অপরটিকে ওভারটেক করতে গেলে আইনজীবী বজলুর রহমানকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রো অ্যাকটিভ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি মো. রিজাউল হক দীপু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করে। পরে নিহতের স্বজনদের অনুরোধে লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়। এছাড়া এবিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া