আর্চারিতে সব স্বর্ণপদক বাংলাদেশের!

আইএনবি ডেস্ক: নেপাল এসএ গেমসের আর্চারির দশ ইভেন্টের দশটি স্বর্ণই জিতল বাংলাদেশ। যাকে বলে শতভাগ সাফল্য। এসএ গেমসের যে কোনো আসরে এটি বাংলাদেশের নতুন রেকর্ড। কোনো একটি ডিসিপ্লিন থেকে এই প্রথম এতো বেশি স্বর্ণপদক জিতল বাংলাদেশ। আর আর্চারিতে পাওয়া এই ১০ স্বর্ণ জয়ের সঙ্গে সঙ্গে এবারের গেমসে বাংলাদেশের মোট স্বর্ণপদক জয়ের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়াল ১৮ তে। এতে একটি রেকর্ডও স্পর্শ করল লাল-সবুজের প্রতিনিধিরা।

২০১০ সালে ঢাকার এসএ গেমসে বাংলাদেশ সর্বোচ্চ ১৮টি স্বর্ণপদক জিতে ছিল। ৯ বছর আগের স্বর্ণ জয়ের সেই রেকর্ডকে বাংলাদেশ এবারের গেমসে স্পর্শ করল। যার পুরো কৃতিত্ব আর্চারি দলের।

আইএনবি/বিভূঁইয়া