আবারও বিনা ভোটে আরও ২৯ ইউপি চেয়ারম্যান

আইএনবি ডেস্ক: ইউনিয়ন পরিষদ নির্বাচনে থামছে না সংঘাত-সংষর্ঘ। গতকালও বিভিন্ন এলাকায় প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের ব্যানার-পোস্টারে আগুন দেওয়া হয়েছে। পাবনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণার সময় নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ পর্যন্ত ইউপি নির্বাচনের সংঘাতে প্রাণ হারিয়েছেন ৮৩ জন।

বিনা ভোটে চেয়ারম্যান পদে জয়ী হওয়ার ধারা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপেও অব্যাহত রয়েছে। এ ধাপেও অন্তত ২৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটের প্রয়োজন পড়ছে না। এসব ইউনিয়নে বিনা ভোটে চেয়ারম্যান হতে যাওয়া সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী।

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল রোববার। এ ধাপে ৭০৭টি ইউনিয়নে ভোট হবে আগামী ৫ জানুয়ারি।

এর আগে প্রথম ধাপের ১৪১ জন, দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে ৩৫৭ জন, তৃতীয় ধাপে ৫৬৯ জন এবং চতুর্থ ধাপে ২৯৫ জন বিনাভোটে নির্বাচিত হন।

 

আইএনবি/বিভূঁইয়া