আবারও বাগদাদের গ্রিন জোনে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক: বার্তা সংস্থা এএফপি জানিয়েছে ইরাকের রাজধানী বাগদাদে ছয়টি রকেট হামলা হয়েছে । এর মধ্যে তিনটি রকেটের লক্ষ্যবস্তু ছিল বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনের সরকারি আবাসিক ভবন ও মার্কিন দূতাবাস।

অন্য তিনটি রকেট বাগদাদের জাদ্রিয়া এলাকায় আঘাত হানে বলে জানিয়েছে ইরাকি সেনাবাহিনী।

গত শুক্রবার ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে মার্কিন ড্রোন হামলায় হত্যা করার পর গত দুই দিনে দ্বিতীয়বার মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা পরিচালিত হলো।

রোববার (৬ জানুয়ারি) রাতে বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে দুটি রকেট আঘাত হামলা হয় বলে প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা এএফপিকে জানান।

ইরাকি পুলিশ সূত্র জানিয়েছে, দুটি রকেট গ্রিন জোনের সরকারি আবাসিক ভবন ও মার্কিন দূতাবাসের কাছে আঘাত হানে। তৃতীয় রকেটটি গ্রিন জোনের বাইরে একটি বাড়িতে আঘাত করে। হামলায় ছয়জন আহত হয়েছেন।

কাসেম সোলাইমানিকে হত্যার পর রোববার রাতের হামলাসহ গত দুই মাসে ১৪ বার মার্কিন স্থাপনা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া