আন্তর্জাতিক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় লাবিবা সেরা ২০ জনের ০১ জন নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় লাউহ ফতেহ্পুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজরে স্বত্তাধীকার এবং জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদের বড় মেয়ে লাবিবা আহাম্মদ রোদশী আন্তর্জাতিক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০১৮ খ্রি:-এর সেরা (২০ জনের ০১ জন) নির্বাচিত হয়েছেন।

গতবছর সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৪০ হাজার প্রতিযোগী অনলাইনের মাধ্যমে এ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। আয়োজক সংস্থার পক্ষ থেকে গতকাল লাবিবার হাতে সম্মানসূচক এ পুরস্কার পৌঁছে দেয়া হয়।

উল্লেখ্য, লাবিবা গত কিছুদিন আগে কমনওয়েলথ (ইংরেজী) রচনা প্রতিযোগিতায় দেশ-বিদেশের প্রায় ৩০ হাজার প্রতিযোগির মধ্যে ৩য় স্থান (ব্রোঞ্জ পদক) লাভ করেন এবং “দি ডেইলি স্টার জাতীয় ইংলিশ অলিম্পিয়াড ২০১৯ খ্রি:” দেশের প্রায় ৫০ হাজার প্রতিযোগীর মধ্যে সে চুড়ান্তভাবে (সেরা ৭০) নির্বাচিত হয়েছেন।

সে বর্তমানে ঢাকার খ্যাতনামা ইংলিশ মিডিয়াম লেকহ্যাড গ্রামার স্কুলে স্ট্যান্ডার্ড ফাইভে অধ্যয়নরত আছে।

আইএনবি/বিভূঁইয়া