আজ সারাদেশে ঝড়বৃষ্টির সম্ভাবনা

আইএনবি নিউজ: রাজধানীসহ দেশের অনেক স্থানে চলছে মৃদু বাতাস, সূর্যের দেখাও পাইনি নগরবাসী।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, এখন মৌসুমটি ঝড়-বৃষ্টির। আকাশে মেঘ থাকবে। মাঝারি বৃষ্টি পড়বে এটি খুবই স্বাভাবিক ঘটনা। তবে আজকের পর থেকে সারাদেশে এমন আবহাওয়ার বিদায় ঘণ্টা বাঁজবে।

সাতক্ষীরায় ৫২ মিলিমিটারসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া