আজ এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

আইএনবি ডেস্ক: আজ অবতীর্ণ হচ্ছে দেশের ২২ লাখের বেশি শিক্ষার্থী। আবশ্যিক নয়, শুধু নৈর্বচনিক তিনটি বিষয়ে পরীক্ষা দিয়ে মাধ্যমিকের চৌকাঠ পেরোনোর যুদ্ধ। দেশের ইতিহাসে এবারই প্রথম মাধ্যমিকে পূর্ণাঙ্গ পরীক্ষার বদলে আংশিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনা মহামারির কারণে ৫৪৪ দিন টানা স্কুল বন্ধ থাকায় এ বছর মাধ্যমিকের সব বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে না। একই কারণে আগেই কমানো হয়েছিল মাধ্যমিকের সিলেবাসও।

প্রথম দিন সকালে এসএসসির পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর দাখিলের কোরআন মজিদ ও তাজবিদ হচ্ছে সকালে এবং বিকেলে দাখিলের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পদার্থবিজ্ঞান-২ (সৃজনশীল) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সকালে।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষে গিয়ে আসন গ্রহণ করতে হয়েছে শিক্ষার্থীদের। পরীক্ষার সময় এক ঘণ্টা ৩০ মিনিট। পরীক্ষা শেষে ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।

আইএনবি/বিভূঁইয়া